তৃতীয় ওয়ানডে: সিরিজ জয়ের অভিযানে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

Jul 8, 2025 - 15:09
 0
তৃতীয় ওয়ানডে: সিরিজ জয়ের অভিযানে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্কঃ

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কার তৃতীয় ওয়ানডে। সিরিজ নির্ধারণী এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

প্রথম ম্যাচের পরাজয়ের হতাশা ঝেড়ে দ্বিতীয় ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পেয়েছিল টাইগাররা। সেই আত্মবিশ্বাস নিয়েই শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি মিরাজদের সামনে। তবে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি হানা দেওয়ার শঙ্কা রয়েছে, যা দুই দলের পরিকল্পনাতেই ভিন্নতা আনতে পারে।

আজকের একাদশে পরিবর্তন করেছে বাংলাদেশ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম পাওয়া তাসকিন আহমেদ ফিরেছেন একাদশে, বাদ পড়েছেন হাসান মাহমুদ। চোট শঙ্কা কাটিয়ে খেলছেন নাজমুল হোসেন শান্ত, ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার জন্য মোহাম্মদ নাঈম শেখকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে।

অন্যদিকে, দ্বিতীয় ম্যাচ হেরে গেলেও শ্রীলঙ্কা তাদের একাদশ অপরিবর্তিত রেখেছে। দুই পেসার দুশমান্থ চামিরা ও আসিথা ফার্নান্দোর সঙ্গে স্পিন আক্রমণ সামলাবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে ও মাহিশ থিকশানা। দলের প্রয়োজনে হাত ঘোরাতে পারেন অলরাউন্ডার চারিথ আসালাঙ্কা ও জানিথ লিয়ানাগে।

সিরিজ জিততে হলে প্রায় এক দশক আগের ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সেই স্মরণীয় কামব্যাককেই আবার ফিরিয়ে আনতে হবে বাংলাদেশকে। প্রকৃতির চোখরাঙানি এড়িয়ে মাঠের লড়াইয়ে জয়ই এখন একমাত্র লক্ষ্য।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ: নিশান মাদুশকা, পাথুম নিসাঙ্কা, কুসাল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।

আশা করা যায়, মাঠের লড়াইয়ে হাসবে টাইগাররা, ফিরিয়ে আনবে নতুন ইতিহাসের স্বাক্ষর।

এবি/সিএস