চীন সফরে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল : নেতৃত্বে ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। চলতি জুনের শেষের দিকে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপির প্রতিনিধি দলটি পূর্ব এশিয়ার দেশটি সফর করবে।

নিজস্ব প্রতিবেদকঃ চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফরে যাচ্ছে। আগামী সপ্তাহের শুরুতে এই সফর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিএনপির একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, এটি একটি সৌজন্যমূলক সফর এবং এর মূল উদ্দেশ্য হলো দুই দেশের বৃহত রাজনৈতিক দলের মধ্যে সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি করা।
প্রতিনিধি দলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ'র থাকার কথা রয়েছে।
সফরকালে বিএনপির প্রতিনিধি দলটি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি বিএনপির সর্বোচ্চ পর্যায়ের কোনো বিদেশ সফর। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট যখন দ্রুত পরিবর্তন হচ্ছে, তখন বিএনপির এই চীন সফরকে রাজনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এই সফরের মাধ্যমে বিএনপি বহির্বিশ্বের, বিশেষ করে চীনের সঙ্গে তাদের দলীয় যোগাযোগ ও সম্পর্ককে একটি নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করবে বলে ধারণা করা হচ্ছে।
এবি/আরআর