বাংলাদেশকে জয়ের জন্য করতে হবে ২৪৫ রান
প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুর দিকেই দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান। প্রথম ১০ ওভারেই ৩ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা।

স্পোর্টস ডেস্কঃ
প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছিল বাংলাদেশ। শুরুর দিকেই দারুণ বোলিংয়ে শ্রীলঙ্কাকে চাপে ফেলে দেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান। প্রথম ১০ ওভারেই ৩ উইকেট হারিয়ে বসে লঙ্কানরা। তবে অধিনায়ক চারিত আসালঙ্কার দায়িত্বশীল ব্যাটিংয়ে শেষ পর্যন্ত লড়াইয়ের মতো সংগ্রহ পায় স্বাগতিকরা।
আসালঙ্কা যখন উইকেটে আসেন, তখন দলীয় স্কোর মাত্র ২৯ রানে ৩ উইকেট। একপ্রান্তে একের পর এক ব্যাটসম্যান ফিরলেও প্রিয় প্রেমাদাসা স্টেডিয়ামে আবারও নিজেকে প্রমাণ করেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন আসালঙ্কা— যার চারটিই এই মাঠে। শেষ পর্যন্ত ২৪৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা, বাংলাদেশকে জয়ের জন্য করতে হবে ২৪৫ রান।
তাসকিন আহমেদ নেন ৪টি উইকেট, তানজিম হাসান নেন ৩টি। অভিষিক্ত বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ও নাজমুল হোসেন শান্তু নেন একটি করে উইকেট। তবে বোলিংয়ে ইনজুরি Bangladesh শিবিরে কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে—মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম চোট পেয়ে মাঠ ছেড়েছেন, যদিও তাসকিনের শেষ মুহূর্তের জোড়া আঘাতে শ্রীলঙ্কার ইনিংস দ্রুত গুটিয়ে যায়।
এখন দেখার পালা, মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে পাঁচ সিনিয়রবিহীন নতুন বাংলাদেশ দল ২৪৫ রানের চ্যালেঞ্জ কতটা ভালোভাবে মোকাবিলা করতে পারে।
এবি/সিএস