দোহারে বিএনপি নেতা নিহত: ছয়টি গুলির চিহ্ন উদ্ধার
দোহারে গুলিতে বিএনপি নেতা নিহত

দোহারে গুলিতে বিএনপি নেতা নিহত
ঢাকার দোহার উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে হারুনুর রশিদ ওরফে হারুন মাস্টার (৬৫) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার বাহ্রা স্কুলের কাছে এ ঘটনা ঘটে।
নিহত হারুন মাস্টার নয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তার বাড়ি উপজেলার বাহ্রা গ্রামে।
স্থানীয়রা জানান, সকাল ৬টার দিকে তারা গুলির শব্দ শুনে ছুটে গিয়ে বাহ্রা স্কুলের কাছে হারুন মাস্টারের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। দ্রুত তাকে উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. নুসরাত তারিন জানান, মরদেহের মাথা, ঘাড় ও শরীরে ছয়টি গুলির চিহ্ন রয়েছে।
হারুনুর রশিদের ভাতিজা মো. শাহিন বলেন, প্রতিদিনের মতো ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়েছিলেন তার চাচা। এ সময় তিন যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। কারা এবং কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তারা বুঝতে পারছেন না।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী। তিনি জানান, স্থানীয় কোনো পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এবি/এসবি