মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তসহ ৫ জন গ্রেপ্তার

পুলিশ অভিযান চালিয়ে ফজর আলীকে গ্রেপ্তার করে এবং ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে আটক করা হয়।

Jun 29, 2025 - 11:13
 0  5
মুরাদনগরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্তসহ ৫ জন গ্রেপ্তার

আন্তঃবাণী প্রতিবেদকঃ

কুমিল্লার মুরাদনগরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মূল অভিযুক্ত ফজর আলীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৬ জুন শুক্রবার রাত আটটার দিকে মুরাদনগর থানার রামচন্দ্রপুর পাঁচকিত্তা গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ফজর আলী একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীর ঘরের দরজা ভেঙে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয় লোকজন ফজর আলীকে আটক করে প্রহার করলে সে পালিয়ে যায়। ঘটনার সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি ধর্ষণের শিকার নারীর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরে পুলিশ অভিযান চালিয়ে ফজর আলীকে গ্রেপ্তার করে এবং ভিডিও ধারণ ও ছড়ানোর অভিযোগে আরও চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এবি/সিএস