অপহরণ-হুমকির অভিযোগে অভিনেত্রী পূজা ব্যানার্জি ও স্বামী কুণালের বিরুদ্ধে মামলা

চলচ্চিত্র নির্মাতা শ্যাম সুন্দর দে-র কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে অভিনেত্রী পূজা ব্যানার্জি, তাঁর স্বামী কুণাল ভার্মা বিরুদ্ধে মামলা

Jun 28, 2025 - 21:32
 0  2
অপহরণ-হুমকির অভিযোগে অভিনেত্রী পূজা ব্যানার্জি ও স্বামী কুণালের বিরুদ্ধে মামলা
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্কঃ  চলচ্চিত্র নির্মাতা শ্যাম সুন্দর দে-র কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে অভিনেত্রী পূজা ব্যানার্জি, তাঁর স্বামী কুণাল ভার্মা এবং আরও কয়েকজনের বিরুদ্ধে অপহরণ ও মারধরের মামলা করেছে গোয়া পুলিশ।

 নির্মাতার স্ত্রী মালাবিকা দে গত ১২ জুন কলকাতার একটি থানায় এফআইআর দায়ের করেন। পরে ঘটনাটি গোয়া পুলিশের এখতিয়ারে পড়ায় উত্তর গোয়ার কালাঙ্গুট থানায় তা হস্তান্তর করা হয়।

এফআইআরে মালাবিকা অভিযোগ করেছেন, ৩১ মে গোয়ায় পূজা-কুণাল ও সহযোগীরা শ্যাম সুন্দরকে অপহরণ করে, মারধর করে এবং তাকে ৬৪ লক্ষ টাকা দিতে চাপ দেয়। মানসিক নির্যাতনের মধ্যে ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত ২৩ লক্ষ টাকা দিতে বাধ্য হন তিনি।

গোয়া পুলিশের কাছে ৩ জুন একটি ইমেইল দিলে, ৪ জুন শ্যামকে উদ্ধার করা হয়।

এবি/এসবিডাব্লিউ