নির্বাচনে রাষ্ট্র পুনর্গঠনই এবি পার্টির মূল ইস্যু: মঞ্জু
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরার ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বিশেষ প্রতিনিধিঃ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরার ঘোষণা দিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দিকনির্দেশনা দেন দলটির শীর্ষ নেতারা।
দলীয় চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা এএফএম সোলায়মান চৌধুরী। সভায় বক্তব্য রাখতে গিয়ে সোলায়মান চৌধুরী বলেন, “একটি রক্তস্নাত গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশে নতুন রাজনৈতিক ধারা শুরু হয়েছে। এবি পার্টির নেতাকর্মীরা গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদের উৎসর্গ করেছে।”
তিনি আরও বলেন, “আজ আমাদের কমিটি প্রায় সব জেলায় বিস্তৃত। এই শক্তিকে কাজে লাগিয়ে উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও সংগঠন বিস্তারের আহ্বান জানাচ্ছি।”
সভাপতির বক্তব্যে মঞ্জু বলেন, “রাষ্ট্র পুনর্গঠনের আকাঙ্ক্ষা সামনে রেখেই রাজনৈতিক জোট গঠন ও নির্বাচনি প্রস্তুতির দিকে নজর দিতে হবে। জনগণ যেন বুঝতে পারে, এবি পার্টিই নতুন বাংলাদেশ গড়ার উপযুক্ত শক্তি।” তিনি আরও বলেন, “সরকার একটি জাতীয় ঐকমত্য গঠনের জন্য কমিশন করলেও গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো ঐক্যমত তৈরি হয়নি। বিশেষ করে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতা, মেয়াদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ নিয়ে বিরোধ এখনো কাটেনি।”
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশে বলেন, “আমরা নতুন রাজনীতি করছি — এটা জনগণকে বোঝাতে হবে। স্থানীয় সমস্যাগুলো নিয়ে কথা বলতে হবে, সমাধানে এগিয়ে আসতে হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হক, লে. কর্নেল (অব.) দিদারুল আলম, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি, আমিনুল ইসলাম এফসিএ, এবং ছাত্রপক্ষের আহ্বায়ক মোহাম্মদ প্রিন্সসহ সারা দেশের বিভিন্ন পর্যায়ের মনোনয়নপ্রত্যাশী নেতাকর্মীরা।
সভা শেষে নেতারা নির্বাচনি প্রচার এবং সাংগঠনিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানান।
এবি/এসবিডাব্লিউ