বাড়ি দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ঢাকা দক্ষিণের নেতাকে শোকজ
ড়ি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ

বিশেষ প্রতিনিধিঃ বাড়ি দখলের চেষ্টা, প্রাণনাশের হুমকি এবং মামলা দিয়ে হয়রানির অভিযোগে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার ১ নম্বর যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
শনিবার (২৮ জুন) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত একটি লিখিত নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে উল্লেখ করা হয়, নয়াপল্টনের বাসিন্দা জহিরুল ইসলাম রুমি নামের এক ব্যক্তি গত ১৭ জুন হারুনুর রশিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে তিনি বলেন, হারুন তার বাড়ি পুনরায় দখলের চেষ্টা করেছেন এবং তাকে ও তার স্ত্রীকে হত্যার হুমকি দিয়েছেন।
এছাড়া বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা ও হয়রানিমূলক হত্যা ও চাঁদাবাজির মামলা করার জন্য তৃতীয় পক্ষকে প্ররোচিত করেছেন বলেও অভিযোগে দাবি করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, হারুন ও তার ভাবি মিলে ভুয়া আইনজীবী ও ভুয়া সাংবাদিক ব্যবহার করে বাড়ি দখলের অপচেষ্টা চালিয়েছেন এবং বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করেছেন।
দলীয় নোটিশে আরও উল্লেখ করা হয়, এর আগেও ৫ আগস্ট একই অভিযোগকারী হারুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ আনেন, যার প্রেক্ষিতে তাকে সতর্ক করা হয়েছিল। এবার পুনরায় এমন ঘটনায় শোকজ নোটিশ দিয়ে চার কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে—তা না হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।
এবি/এসবিডাব্লিউ