টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল, নতুন অধিনায়ক কে?

শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস পরাজয়ের হতাশার মধ্যেই বড় ঘোষণা দিলেন নাজমুল হোসেন। কলম্বো টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানালেন তিনি।

Jun 28, 2025 - 12:00
 0  3
টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল, নতুন অধিনায়ক কে?

ক্রীড়া প্রতিবেদকঃ

শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংস পরাজয়ের হতাশার মধ্যেই বড় ঘোষণা দিলেন নাজমুল হোসেন। কলম্বো টেস্টে হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার কথা জানালেন তিনি।

চার দিনের ম্যাচে শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানে হারের পর হতাশ নাজমুল বলেন, ‘এখনই সঠিক সময় নেতৃত্ব ছেড়ে দেওয়ার।’ তিনি জানান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) এ সিদ্ধান্ত লিখিতভাবে জানিয়ে দিয়েছেন।

২০২৪ সালে তিন ফরম্যাটের নেতৃত্ব একাই সামলাচ্ছিলেন নাজমুল। তবে এ বছরের শুরুতে টি–টোয়েন্টির দায়িত্ব ছেড়ে দেন লিটন দাসের হাতে। এরপর শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে হঠাৎ ওয়ানডের অধিনায়কত্বও কেড়ে নিয়ে দেওয়া হয় মেহেদী হাসান মিরাজকে। তখন থেকেই গুঞ্জন ছিল, টেস্টের দায়িত্বও ছাড়তে পারেন নাজমুল।

ম্যাচের আগে যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে হারের পর আর কোনো দ্বিধা রাখলেন না। তাঁর সরে দাঁড়ানোয় নতুন করে প্রশ্ন উঠেছে—কে হচ্ছেন বাংলাদেশের নতুন টেস্ট অধিনায়ক? লিটন, মিরাজ নাকি অন্য কেউ?

বাংলাদেশ ক্রিকেটের অনিশ্চয়তা আর নেতৃত্বের টানাপোড়েন নতুন কিছু নয়। তবে এক বছরের মধ্যে একে একে তিন ফরম্যাটেই অধিনায়ক বদলের এই নাটক দলকে কতটা ভোগাবে, তা সময়ই বলে দেবে।

এবি/সিএস