মিয়ানমারে পাচারের সময় ৪৩০ বস্তা সার ও ৬০০ বস্তা আলু জব্দ, আটক ১৩
মিয়ানমারে পাচারের সময় ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল ও দুটি হ্যামকো ব্যাটারিসহ ১৩ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে পাচারের সময় ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল ও দুটি হ্যামকো ব্যাটারিসহ ১৩ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
বৃহস্পতিবার (২৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা বহির্নোঙরে টানা দুই দিন (বুধবার ও বৃহস্পতিবার) বিশেষ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্দেহজনক দুটি ইঞ্জিনচালিত কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
পাচারকারীরা শুল্ক ও কর ফাঁকি দিয়ে পণ্যগুলো মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচারের চেষ্টা করছিল। জব্দ করা পণ্যের বাজারমূল্য প্রায় ১৬ লাখ ৩৪ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। আটক ব্যক্তিদের সঙ্গে পাচারে ব্যবহৃত নৌকাগুলোও জব্দ করা হয়েছে।
পরে সবকিছু সদরঘাট নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ বলেন, “দেশের উপকূলীয় নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোস্টগার্ড সর্বদা সচেষ্ট। ২৪ ঘণ্টা টহলের মাধ্যমে উপকূলীয় ও নদীসংলগ্ন এলাকাগুলোতে চোরাচালান রোধে ইতিবাচক অগ্রগতি হয়েছে।”
তিনি আরও জানান, মাদক, মানবপাচার ও অবৈধ পণ্য চোরাচালান রোধে কোস্টগার্ডের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
এবি/এসবিডাব্লিউ