কসবায় তিন অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী তিনটি পৃথক অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ

Jun 27, 2025 - 19:32
 0  1
কসবায় তিন অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী তিনটি পৃথক অভিযানে ৯০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসব অভিযানে নারীসহ চারজন মাদককারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ জুন) দুপুরে কসবায় সবচেয়ে বড় অভিযানে বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামে খোরশেদ আলম (৪৬) নামের এক ব্যক্তির বাড়ি থেকে ৮০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, খাটের নিচে লুকানো অবস্থায় এসব গাঁজা পাওয়া যায়। অভিযানের সময় খোরশেদকে গ্রেপ্তার করা গেলেও তার ছেলে মো. হাসান মিয়া (২৬) পালিয়ে যায়।

এর আগে সকালেই উপজেলার কায়েমপুর ইউনিয়নের পানিয়ারূপ এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে গাজীপুরের খাইলকৈর গ্রামের বাসিন্দা মো. বাদশা মিয়া (৪৫) কে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার বিকেলে কসবা পশ্চিম ইউনিয়নের আকসিনা পূর্বপাড়ার বটতলা ব্রিজ সংলগ্ন কসবা-নয়নপুর সড়কে অভিযান চালিয়ে রাবেয়া আক্তার ওরফে শিউলী (২০) ও শিল্পী আক্তার ওরফে জান্নাত (১৯) নামের দুই নারীকে ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, তারা মূলত নোয়াখালীর সুবর্ণচর এলাকার বাসিন্দা এবং বর্তমানে ভাসমান জীবনযাপন করছিলেন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল কাদের বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়েছে। মাদককারবারিরা যতই চতুর হোক, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও জানান, এ ঘটনায় তিনটি পৃথক মামলা করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এবি/এসবিডাব্লিউ