"ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা-সিইসি বৈঠক: বিএনপির ধারণা, প্রস্তুতি শুরু করতে হবে সেপ্টেম্বরের মধ্যেই"
আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সংবাদ প্রতিবেদন: ঢাকা, শুক্রবার: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে—এমন ইঙ্গিত দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তার দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের মধ্যে একটি বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে।
সেই বৈঠকে ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলেই বিএনপি মনে করছে। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। তিনি বলেন, “বিএনপির ধারণা, প্রধান উপদেষ্টা ও সিইসির বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন নিয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টা হয়ত তার ম্যাসেজ সিইসিকে দিয়েছেন নির্বাচন নিয়ে প্রস্তুতি নিতে। তবে বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। উভয় পক্ষ থেকেই যদি কোনো বার্তা আসে, তাহলে তা পরিষ্কার হবে।” সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, “আমরা মনে করি, যদি সত্যিই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয়, তাহলে সেপ্টেম্বরের মধ্যেই প্রস্তুতি শুরু করা জরুরি। সময় খুব কম। নির্বাচন কমিশনকে এখনই সক্রিয় হতে হবে।”
এ সময় তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা নাকচ করে দেন। বলেন, “সব রাজনৈতিক দল যদি জাতীয় নির্বাচনে একমত হয়, তাহলে এই সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন করা বাস্তবসম্মত নয়।” তিনি আরও বলেন, “দেশের রাজনৈতিক সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচন অপরিহার্য। এ বিষয়ে যত দ্রুত স্পষ্ট বার্তা আসবে, ততই দেশ ও জনগণের জন্য মঙ্গলজনক হবে।”
এবি/এসবিডাব্লিউ