দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বোলারদের উপর চেপে বসেছে নিসাঙ্কা-চান্দিমাল জুটি
বাংলাদেশের প্রথম ইনিংসের ২৪৭ রানের জবাবে শ্রীলঙ্কা দিন শেষে তুলেছে মাত্র ২ উইকেটে ২৯০ রান। ৪৩ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে তারা।

আন্তঃবাণী প্রতিবেদকঃ
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর এসএসসি মাঠে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটিও স্বাগতিকদের নিয়ন্ত্রণেই কাটল। বাংলাদেশের প্রথম ইনিংসের ২৪৭ রানের জবাবে শ্রীলঙ্কা দিন শেষে তুলেছে মাত্র ২ উইকেটে ২৯০ রান। ৪৩ রানে এগিয়ে থেকে দিন শেষ করেছে তারা।
এই দিনটিতে শ্রীলঙ্কার মূল কাণ্ডারি ছিলেন দুই অভিজ্ঞ ব্যাটার — ওপেনার পাতুম নিসাঙ্কা এবং প্রাক্তন অধিনায়ক দিনেশ চান্দিমাল। দ্বিতীয় উইকেট জুটিতে তারা ১৬০ বল খেলে ১০২ রানের জুটি গড়েন। যেখানে নিসাঙ্কা ছিলেন অনবদ্য, অপরাজিত ৯৩ রানে, এবং চান্দিমাল ৭৮ ওভারের শেষে অপরাজিত ৫৪ রানে।
এর আগে সকালে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। একমাত্র সাফল্য আসে তৃতীয় ওভারের পর লাঞ্চের পরপরই, যখন তাইজুল ইসলাম এলবিডব্লিউ ফাঁদে ফেলেন লাহিরু উদারাকে। মাত্র ১০ রানের জন্য বঞ্চিত হন নিজের প্রথম টেস্ট ফিফটি থেকে। যদিও শুরুতে ব্যাটে লাগা মনে হলেও রিভিউয়ে ধরা পড়ে বলটি আগে প্যাডেই লেগেছিল।
তবে এরপর আর বল হাতে তেমন প্রভাব রাখতে পারেনি বাংলাদেশের বোলাররা। সিমারদের মধ্যে এবাদত হোসেন ও নাহিদ রানা ধারাবাহিকতা রাখতে ব্যর্থ হন। এবাদত ১০ ওভারে দিয়েছেন ৫০ রান, আর নাহিদ রানার ৭ ওভারে খরচ ৩৭ রান। সবচেয়ে হতাশাজনক ছিলেন নাইম হাসান, যিনি প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা বোলার ছিলেন। কিন্তু আজ মাত্র ৫ ওভারে দেন ৩৫ রান। নিসাঙ্কা ও চান্দিমাল তাঁর এক ওভারে চার বলে তিনটি বাউন্ডারি হাঁকান।
বাংলাদেশ কিছুটা নিয়ন্ত্রণ এনেছিল তখনই, যখন তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজ একসঙ্গে বল করছিলেন। কিন্তু সেই চাপকে খুব একটা পাত্তা দেননি শ্রীলঙ্কার ব্যাটাররা। চান্দিমাল তো তাইজুলের বলেই নিজের সপ্তম বলে হাঁকিয়েছেন একটি স্লগ সুইপ ছক্কা।
বাংলাদেশ দিনভর চেষ্টা করলেও চাপে ফেলতে পারেনি স্বাগতিকদের। ফিল্ডিংয়েও সুযোগ নষ্ট হয়েছে—চান্দিমালের একটি স্লিপে পড়া বল পড়ে যায় এবং এলবিডব্লিউয়ের একটি সিদ্ধান্ত রিভিউয়ে নাকচ হয়।
বাংলাদেশ এখন কঠিন চাপে। এই টেস্টে ফিরতে হলে তৃতীয় দিনেই তাদের দ্রুত উইকেট তুলে নিতে হবে এবং দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে নিজেদের প্রমাণ করতে হবে। নাহলে কলম্বো টেস্টেও শ্রীলঙ্কার হাতে মুখ থুবড়ে পড়ার শঙ্কা জোরালো হয়ে উঠবে।
স্কোর সংক্ষেপ:
বাংলাদেশ (প্রথম ইনিংস): ২৪৭ (শাদমান ৪৬, মুশফিক ৩৫, দিনুশা ৩-২২, আসিথা ৩-৫১)
শ্রীলঙ্কা (প্রথম ইনিংস): ২৯০/২ (৭৮ ওভার শেষে; নিসাঙ্কা ৯৩*, চান্দিমাল ৫৪*)
অগ্রগতি: শ্রীলঙ্কা এগিয়ে ৪৩ রানে
এবি/সিএস