বিসিবি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল

নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিজের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনার।

Oct 1, 2025 - 11:09
Oct 1, 2025 - 11:23
 0
বিসিবি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহার করলেন তামিম ইকবাল
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক:  আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নিলেন দৌড় থেকে। বুধবার (১ অক্টোবর) সকাল দশটার কিছু পর মিরপুরে বিসিবি কার্যালয়ে হাজির হয়ে তিনি প্রার্থিতা প্রত্যাহারের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

আজ দুপুর বারোটা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা ছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিজের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত নেন দেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ওপেনার।

এদিকে, তামিমের প্রার্থিতা প্রত্যাহারের দিনে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থিরাও পরিচালক পদে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

প্রসঙ্গত, আগামী ০৬ অক্টোবর বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুসারে পরিচালনা পর্ষদের নির্বাচন মূলত তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়ে থাকে। জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে দুজন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক হবেন। এই ক্যাটাগরিতে মোট কাউন্সিলর ৭১ জন।

ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন ৭৬ জন কাউন্সিলরের ভোটে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন একজন। পরিচালনা পর্ষদের নির্বাচন শেষে ২৫ পরিচালকের ভোটে হবে সভাপতি নির্বাচন।

তবে তামিমের এই সিদ্ধান্তে বিসিবি নির্বাচনের জমজমাট প্রতিদ্বন্দ্বিতায় ভিন্নমাত্রা যুক্ত হলো। 

এবি/সিএস