মহাষ্টমীতে রাজধানীতে কুমারীপূজা, আজ মহানবমী

ভক্তদের বিশ্বাস, মহানবমীতে দেবীদুর্গাকে প্রাণ ভরে দর্শনের সুযোগ মেলে। আগামীকাল বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।

Oct 1, 2025 - 10:48
 0
মহাষ্টমীতে রাজধানীতে কুমারীপূজা, আজ মহানবমী
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি

ঢাকা: শারদীয় দুর্গোৎসবের মূল আকর্ষণ মহাষ্টমীতে গতকাল মঙ্গলবার রাজধানীর গোপীবাগ রামকৃষ্ণ মিশন ও মঠসহ সারাদেশে আয়োজন করা হয় কুমারীপূজার। বিপুল ভক্তসমাগম আর ধর্মীয় উচ্ছ্বাসে মুখরিত ছিল পূজামণ্ডপগুলো।

রামকৃষ্ণ মিশনে সকাল ৬টা ৩৩ মিনিটে মহাষ্টমী পূজা শুরু হয়। আর সকাল ১১টায় শুরু হওয়া কুমারীপূজা শেষ হয় দুপুর ১২টায়। এ বছর কুমারী হিসেবে নির্বাচিত হয় সাত বছরের লাবণ্য চট্টোপাধ্যায়। শাস্ত্রমতে তার নাম রাখা হয় ‘মালিনী’। পূজা উপলক্ষে তাকে স্নান করিয়ে নতুন বস্ত্রে সজ্জিত করা হয়। কপালে সিঁদুর, পায়ে আলতা আর হাতে ফুল দিয়ে ষোড়শোপচারে দেবীজ্ঞানে পূজা করা হয়। এ সময় মণ্ডপ প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে শঙ্খধ্বনি, ঢাকের বোল, উলুধ্বনি আর দেবী স্তোত্রে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, দেবীদুর্গাকে সম্মান জানাতেই মহাষ্টমীতে কুমারীপূজার আয়োজন করা হয়। এর মাধ্যমে নারী জাতির প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হয়।

শুধু রাজধানী নয়, দেশের বিভিন্ন মন্দিরেও অনুষ্ঠিত হয় কুমারীপূজা। নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমে দেবীরূপে পূজিত হয় সাত বছরের রাজশ্রী ভট্টাচার্য্য। এছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির, আনন্দময়ী আশ্রম, বরোদেশ্বরী কালীমাতা মন্দির, সিদ্ধেশ্বরী কালীমাতা মন্দির, ভোলানাথ মন্দির আশ্রম, জগন্নাথ হল, শাঁখারীবাজার পানিটোলা মন্দিরসহ অসংখ্য মণ্ডপে সকাল থেকেই ভক্ত-অনুরাগীর ঢল নামে।

আজ মহানবমী

পঞ্জিকা অনুযায়ী আজ বুধবার মহানবমী পূজা। রাত ৩টা ৫ মিনিটে মহানবমী শুরু হয়ে সকাল ৮টা ৫৮ মিনিটের মধ্যে বিহিত পূজা শেষ হবে। ভক্তদের বিশ্বাস, মহানবমীতে দেবীদুর্গাকে প্রাণ ভরে দর্শনের সুযোগ মেলে। আগামীকাল বৃহস্পতিবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে শারদীয় দুর্গোৎসবের।

এ বছর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে রাজধানীতে রয়েছে ২৫৯টি মণ্ডপ। মন্দিরগুলোর নিরাপত্তায় পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।

এবি/সিএস