খাগড়াছড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩, সেনা-পুলিশসহ বহু আহত

সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘর্ষে এক মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন।

Sep 29, 2025 - 10:23
 0
খাগড়াছড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষ: নিহত ৩, সেনা-পুলিশসহ বহু আহত
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: বাংলাদেশের পার্বত্য জেলা খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) গুইমারা উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় প্রশাসন এ তথ্য নিশ্চিত করেছে।

সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সংঘর্ষে এক মেজরসহ ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ তিনজন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

বিবৃতিতে নিহতদের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলা হয়, এ ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের কাউকেই ছাড় দেওয়া হবে না। অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সংঘর্ষের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। গুইমারার রামসু বাজার এলাকায় দোকানপাট ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া দোকানপাট ও গুলিতে আহত কিছু মানুষকে।

জুম্ম ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, সংঘর্ষ চলাকালে পাহাড়িদের বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। তবে স্থানীয় বাঙালিরা পাল্টা দাবি করে বলেছে, এসব সহিংসতার পেছনে পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীগুলোই রয়েছে।

এদিকে প্রশাসন উত্তেজনা ঠেকাতে ইতোমধ্যেই গুইমারা ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে। তবে রাতে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

এবি/সিএস