পরিস্থিতির উন্নতি হলে ভিসা প্রক্রিয়াও স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা

সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, “বাংলাদেশ থেকে ভারতে যেতে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে এবং আমরা তা প্রচুর পরিমাণে দিচ্ছি। পরিস্থিতির উন্নতি হলে অন্যান্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে।”

Sep 29, 2025 - 22:39
Sep 29, 2025 - 22:42
 0
পরিস্থিতির উন্নতি হলে ভিসা প্রক্রিয়াও স্বাভাবিক হবে: প্রণয় ভার্মা
সংগৃহীত

আন্তঃবাণী প্রতিনিধি: বাংলাদেশ ও ভারতের সম্পর্কের টানাপড়েনের মধ্যেই ভিসা ইস্যু নিয়ে আশার বার্তা দিলেন ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। তিনি জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি ঘটলেই ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করা হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির সপ্তমী পূজার অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। শুভেচ্ছা জানিয়ে বলেন, ভারত ও বাংলাদেশ একইভাবে দুর্গোৎসব উদযাপন করে, যা দুই দেশের মানুষের সম্পর্ককে আরও উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।

সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান, “বাংলাদেশ থেকে ভারতে যেতে বর্তমানে মেডিকেল ভিসা চালু আছে এবং আমরা তা প্রচুর পরিমাণে দিচ্ছি। পরিস্থিতির উন্নতি হলে অন্যান্য ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হবে।”

২০২৩ সালে ভারত সরকার বাংলাদেশিদের জন্য প্রায় ১৬ লাখ ভিসা ইস্যু করেছিল, যার মধ্যে সাড়ে ৪ লাখ ছিল মেডিকেল ভিসা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভিসা নীতিতে কড়াকড়ি শুরু হয়। এখন সীমিত সংখ্যক ভিসা আবেদন কেন্দ্র চালু থাকায় অনেক রোগী অ্যাপয়েন্টমেন্টও পাচ্ছেন না।

ভারতে চিকিৎসার জন্য প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিক যান। ক্যান্সার, হৃদরোগ, কিডনি, প্রজননস্বাস্থ্যসহ জটিল চিকিৎসার জন্য ভারত দীর্ঘদিন ধরেই প্রধান গন্তব্য। তবে চলমান সীমাবদ্ধতার কারণে রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এর আগে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মন্তব্য করেছিলেন, ভিসা দেওয়া বা না দেওয়া সম্পূর্ণ সার্বভৌম সিদ্ধান্ত, তবে বাংলাদেশ আশা করে ভারত ভিসা প্রক্রিয়ায় স্বস্তি আনবে।

সোমবার প্রণয় ভার্মা কুমুদিনী হাসপাতালে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে হাসপাতালের মিউজিয়ামে চা চক্রে যোগ দেন এবং লৌহজং নদী পার হয়ে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ ঘুরে দেখেন। ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্যানুষ্ঠানও উপভোগ করেন তিনি।

এসময় কুমুদিনী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক মহাবীর প্রতীক, মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলামসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

এবি/সিএস