তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের অবরোধ, ৮ দফা দাবি জুম্ম ছাত্র-জনতা ফ্রন্টের
ছাত্র জনতা ফ্রন্টের ৮ দফা দাবিতে তিন পার্বত্য জেলা অবরোধ

স্টাফ রিপোর্টার, পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়িতে চলমান অনির্দিষ্টকালের অবরোধ সম্প্রসারিত করে রাঙামাটি ও বান্দরবানেও কার্যকর করা হয়েছে। জুম্ম ছাত্র-জনতা ফ্রন্ট নামক একটি সংগঠনের ব্যানারে ফেসবুকে দেওয়া বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। একইসঙ্গে ৮ দফা দাবি তুলে ধরা হয়েছে। সংগঠনের দাবি, তারা ধর্ষণের ঘটনার বিচার দাবিতে শুরুতে শান্তিপূর্ণভাবে অবরোধ পালন করছিল। কিন্তু এরপর সেনা সদস্যদের তল্লাশি, ধরপাকড় ও সেটলারদের হামলা, গুলিবর্ষণ এবং অগ্নিসংযোগের ঘটনার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসব ঘটনায় অন্তত ৪ জন নিহত এবং অনেকে আহত হয়েছে বলে দাবি তাদের। ঘোষিত ৮ দফা দাবির মধ্যে রয়েছে—সহিংসতা বন্ধ, ধর্ষণ মামলার সব আসামির শাস্তি, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, নিরপেক্ষ তদন্ত, আটক ছাত্রদের মুক্তি, আলোচনাকারীদের নিরাপত্তা ও ১৪৪ ধারা প্রত্যাহার। বর্তমানে খাগড়াছড়ির সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও, জনজীবন স্থবির হয়ে পড়েছে। দোকানপাট, যান চলাচল ও পর্যটন কার্যক্রম বন্ধ রয়েছে। অনেকে বিসিএস ভাইভার পরীক্ষায় অংশ নিতে না পেরে আটকে পড়েছেন। এদিকে কাপ্তাইয়ে চেকপোস্টে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। পুলিশ দাবি করেছে, ইউপিডিএফ এই অস্ত্র খাগড়াছড়িতে নিয়ে যাচ্ছিল, সহিংসতা উসকে দিতে।
আন্ত/এসবিডাব্লিউ