লন্ডনে বিক্ষোভে প্রকাশ্যে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রকাশ্যে এসেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে তাদের দেখা যায়।

Jun 11, 2025 - 13:22
 0
লন্ডনে বিক্ষোভে প্রকাশ্যে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য

যুক্তরাজ্য প্রতিনিধিঃ

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রকাশ্যে এসেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাজ্য সফরের বিরুদ্ধে আয়োজিত এক বিক্ষোভে তাদের দেখা যায়।

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রঞ্জিত চন্দ্র সরকার এবং হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহিরকে মঙ্গলবার (১০ জুন, ২০২৫) লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে। অধ্যাপক ইউনূস চার দিনের সফরে যুক্তরাজ্যে গেলে সেখানে তাঁর বিরুদ্ধে এই বিক্ষোভের আয়োজন করে যুক্তরাজ্যে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা।

প্রকাশিত সংবাদ প্রতিবেদন অনুসারে, উক্ত বিক্ষোভে এই দুই সাবেক সংসদ সদস্য ছাড়াও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং সাংগঠনিক সম্পাদক ও সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর মতো জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর থেকে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্য লন্ডনে অবস্থান করছেন এবং বিভিন্ন সময়ে তাদের প্রকাশ্যে দেখা গেছে। এর আগে এপ্রিল মাসেও লন্ডনে একটি বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের কয়েকজন সাবেক মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল।

অধ্যাপক ইউনূসের সফরের পুরো সময়জুড়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা। এই ঘটনা লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক তৎপরতার সর্বশেষ দৃষ্টান্ত।

এবি/আরআর