পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেট হাতে রেখেই শিরোপা জিতে নেয় তারা। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এটি ভারতের নবম শিরোপা।

Sep 29, 2025 - 00:57
Sep 29, 2025 - 00:59
 0
পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত
সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে জমজমাট সেই লড়াইয়ে শেষ হাসি হাসল ভারত। ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে ৫ উইকেট হাতে রেখেই শিরোপা জিতে নেয় তারা। এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এটি ভারতের নবম শিরোপা।

শুরুটা মোটেও সহজ ছিল না ভারতের জন্য। মাত্র ২০ রানে হারিয়ে বসে টপ অর্ডারের তিন ব্যাটার অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব ও শুভমান গিলকে। শাহিন আফ্রিদি আর ফাহিম আশরাফের আগুনে বোলিংয়ে চাপে পড়ে যায় দল। তবে সেই চাপ সামলে দলকে দাঁড় করান তিলক ভার্মা ও সাঞ্জু স্যামসন। দুজন মিলে ৫৯ বলে ৫৭ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন।

স্যামসন (২৪) আউট হলেও ছয়ে নামা শিভাম দুবেকে নিয়ে এগিয়ে যেতে থাকেন তিলক। শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ছিল ১৭ রান। ১৯তম ওভারে মাত্র ৭ রান দিয়ে দুবের উইকেট নেন ফাহিম। তবে শেষ ওভারে হারিস রউফকে দারুণভাবে সামলে নেন তিলক। ৫৩ বলে ৬৯ রানে অপরাজিত থেকে ম্যাচ জেতান তিনি। তাঁর ইনিংসে ছিল ৩ চার আর ৪ ছক্কা। দুবে খেলেন ২২ বলে ৩৩ রানের কার্যকরী ইনিংস।

এর আগে টসে জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ওপেনার সাহিবজাদা ফারহান (৫৭) ও ফখর জামান (৪৬) দুর্দান্ত সূচনা এনে দেন। প্রথম ১০ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে দল তোলে ৮৭ রান। মনে হচ্ছিল সহজেই দুই শ’র কাছাকাছি যাবে তারা। কিন্তু রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর আঘাতের পর শুরু হয় ব্যাটিং ধস। একে একে ফিরতে থাকেন সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হুসাইন তালাত, ফাহিম আশরাফরা।

নির্ধারিত ২০ ওভারের ৫ বল আগেই অলআউট হয়ে যায় পাকিস্তান—১৪৬ রানে। ভারতের হয়ে সবচেয়ে সফল ছিলেন কুলদীপ যাদব (৪/৩০)। বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল নেন ২টি করে উইকেট। বাকি উইকেট ভাগ করে নেন জাসপ্রিত বুমরাহ।

অবশেষে ব্যাট-বলের এই লড়াইয়ে শান্ত অথচ দৃঢ় ইনিংসে দলকে জয় এনে দিলেন তরুণ তিলক ভার্মা। তাঁর ব্যাটেই ভারত ঘরে তুলল নবম এশিয়া কাপ।

এবি/সিএস