বিটিভিতে সরকারি কার্যকলাপ পরিপন্থী উপস্থাপন, অনুষ্ঠান নির্বাহীকে কারণ দর্শানোর নোটিশ

নোটিশে উল্লেখ করা হয়, প্রচারিত অনুষ্ঠানের বিষয়বস্তু সরকার তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিষয়টির দায়ভার অনুষ্ঠান নির্বাহী হিসেবে মাহবুবা ফেরদৌসের ওপর বর্তায় বলেও উল্লেখ করা হয়।

Jul 16, 2025 - 13:01
Jul 16, 2025 - 15:03
 0
বিটিভিতে সরকারি কার্যকলাপ পরিপন্থী উপস্থাপন, অনুষ্ঠান নির্বাহীকে কারণ দর্শানোর নোটিশ

আন্তঃবাণী নিউজ ডেস্ক :

বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত ‘জনতার সামনে’ শীর্ষক একটি অনুষ্ঠানে সরকারি কার্যকলাপ পরিপন্থী বিষয়বস্তু প্রচার করায় চ্যানেলটির অনুষ্ঠান নির্বাহী বেগম মাহবুবা ফেরদৌসকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সূত্র জানায়, গত ২৭ জুন রাত ৯টায় বিটিভিতে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়। বেগম মাহবুবা ফেরদৌস দায়িত্বপ্রাপ্ত অনুষ্ঠান নির্বাহী হিসেবে ওই দিনকার দৈনিক অনুষ্ঠান সূচিতে অনুষ্ঠানটির অনুমোদন দেন।

নোটিশে উল্লেখ করা হয়, প্রচারিত অনুষ্ঠানের বিষয়বস্তু সরকার তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিষয়টির দায়ভার অনুষ্ঠান নির্বাহী হিসেবে মাহবুবা ফেরদৌসের ওপর বর্তায় বলেও উল্লেখ করা হয়।

নোটিশ গত ১৪ জুলাই (রোববার) জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

তবে এ বিষয়ে বেগম মাহবুবা ফেরদৌস বা বিটিভির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এবি/এসএফ