সীতাকুণ্ডে গ্যারেজে চাকা বিস্ফোরণে যুবক নিহত

হঠাৎ চাকা বিস্ফোরণ হলে ফাহাদ কয়েক ফুট দূরে ছিটকে পড়েন।

Jul 9, 2025 - 21:34
Jul 9, 2025 - 21:38
 0
সীতাকুণ্ডে গ্যারেজে চাকা বিস্ফোরণে যুবক নিহত

 আন্তঃবানী নিউজ ডেস্ক

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যারেজে কাজ করার সময় চাকা বিস্ফোরণে মো. ফাহাদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ৪ জুলাই ভোর ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার নিমতলা এলাকার ‘পারভেজ মোটর ওয়ার্কশপ’ নামের একটি গ্যারেজে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় গ্যারেজে একটি গাড়ির চাকা মেরামতের কাজ চলছিল। হঠাৎ চাকা বিস্ফোরণ হলে ফাহাদ কয়েক ফুট দূরে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

নিহত ফাহাদ নোয়াখালী জেলার সুধারাম থানার কাশীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। তিনি পারভেজ মোটর ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানায় নিয়ে যায়। তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। 

এবি/এসএফ