আকাশ প্রতিরক্ষার লড়াইয়ে এফ-১৬ হারাল ইউক্রেন, পাইলট নিহত
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে আরও একটি এফ-১৬ যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।

আন্তঃবাণী প্রতিবেদকঃ
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঠেকাতে গিয়ে আরও একটি এফ-১৬ যুদ্ধবিমানের পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী।
শনিবার গভীর রাতে চালানো রুশ হামলায় কয়েকশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। ইউক্রেনের বিমানবাহিনী দাবি করেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অন্তত দুই শতাধিক ড্রোন আর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।
যুদ্ধবিমানটির পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত আকাশে লড়াই চালিয়ে সাতটি হামলা ব্যর্থ করে দেন। শত্রুপক্ষের পাল্টা হামলায় বিমানটি ক্ষতিগ্রস্ত হলে তিনি সেটিকে জনবসতি থেকে দূরে সরিয়ে নিয়ে যান। তবে বের হয়ে আসার সুযোগ আর মেলেনি।
রাশিয়ার হামলায় লভিভ, মিকোলাইভ, দনিপ্রোপেত্রোভস্ক, চেরকাসি ও ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কোথাও বেসামরিক ভবন, কোথাও শিল্প এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছেন নারী ও শিশুরা।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, “মস্কো যতদিন গোলাবারুদ চালাতে পারবে, ততদিন হামলা থামাবে না।” তিনি বলেছেন, এক সপ্তাহেই রাশিয়া হাজারের বেশি ড্রোন, শতাধিক ক্ষেপণাস্ত্র ও গ্লাইড বোমা ছুড়েছে।
আকাশে রক্ষার এই লড়াই আরও কঠিন হবে বলেই শঙ্কা প্রকাশ করেছে ইউক্রেন।
এবি/সিএস