৮ আগস্ট কোনো বিশেষ দিবস পালিত হবে না: উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে আগের সিদ্ধান্ত অনুযায়ী। আর সেই আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে।

Jun 29, 2025 - 16:06
Jun 29, 2025 - 18:30
 0  2
৮ আগস্ট কোনো বিশেষ দিবস পালিত হবে না: উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত

আন্তঃবানী নিউজ ডেস্কঃ

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল, তা থেকে শেষ পর্যন্ত সরে এসেছে অন্তর্বর্তী সরকার। আজ রোববার রাজধানীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ৮ আগস্টকে কোনো বিশেষ দিবস হিসেবে না পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হবে আগের সিদ্ধান্ত অনুযায়ী। আর সেই আন্দোলনে শহীদ হওয়া শিক্ষার্থী আবু সাঈদের স্মরণে ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালনের সিদ্ধান্তও বহাল রাখা হয়েছে।

এর আগে ২৫ জুন মন্ত্রিপরিষদ বিভাগ এক পরিপত্রে জানায়, ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ এবং ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালিত হবে। তবে ৮ আগস্টের ঘোষণাটি নিয়ে বিতর্ক তৈরি হয়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় তিন নেতা—সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ ও আখতার হোসেন—এই দিবস পালনের বিরোধিতা করেন।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের তিন দিন পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই ঘটনার স্মরণে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণার প্রস্তাব এলেও অবশেষে তা বাতিল করা হলো।

সরকার জানিয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ, জাতীয় ঐক্য এবং জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবি/এসএফ