রাজবাড়ীতে ধরা বিশাল বাঘাড় ৮০ হাজারে বিক্রি, আইন অমান্য করে কেনাবেচা!
৫০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাড় মাছ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে জেলের জালে ধরা পড়া ৫০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির বাঘাড় মাছ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে। মাছটি কিনেছেন ঢাকার বসুন্ধরা এলাকার এক শিল্পপতি।
শনিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে পদ্মা নদীর কলাবাগান এলাকায় স্থানীয় জেলে সিদ্দিকুর রহমানের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়ার মাছ বাজারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে রেজাউলের আড়তে উন্মুক্ত নিলামে তোলা হলে স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৭৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।
এরপর তিনি ঢাকার এক শিল্পপতির কাছে মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৮০ হাজার টাকায় বিক্রি করেন। চাঁদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, “বড় বাঘাড় মাছটি নিলামে কিনে আমার আড়তে নিয়ে যাই। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও দেওয়ার পর ঢাকার এক শিল্পপতি সেটি ৮০ হাজার টাকায় কিনে নেন।”
তবে এই বাঘাড় মাছটি বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ২ নম্বর তপশিলভুক্ত একটি সংরক্ষিত ও বিপন্ন প্রজাতির মাছ। এই মাছ শিকার, ক্রয়-বিক্রয়, দখল বা পরিবহন আইনত সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অনুযায়ী, এসব অপরাধে সর্বোচ্চ এক বছর কারাদণ্ড অথবা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড হতে পারে।
বিপন্ন এই প্রজাতির মাছের প্রকাশ্য শিকার ও বিক্রয় নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের নজরদারি নিয়েও। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের অভাবে বারবার এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ স্থানীয় সচেতন মহলের। এ বিষয়ে রাজবাড়ী বন বিভাগের সহযোগী ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর সাঈদুর রহমান বলেন, “আমি জেলায় সদ্য যোগদান করেছি। আগের কর্মকর্তা আমাকে বিষয়টি অবগত করেছেন। গোয়ালন্দের সমন্বয় সভায়ও বিষয়টি উত্থাপিত হয়েছিল। আমরা সচেতনতামূলক লিফলেট বিতরণের প্রস্তুতি নিচ্ছি। এরপরও যদি এমন ঘটনা ঘটে, তাহলে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।”
এক সময়ের প্রচুর পরিমাণে পাওয়া যাওয়া মিঠা পানির জনপ্রিয় মাছ বাঘাড় এখন বিলুপ্তির পথে। নদ-নদী ভরাট, দখল, পানি দূষণ ও বেপরোয়া শিকারের কারণে এই মাছ এখন আর সহজে মেলে না।
এবি/এসবিডাব্লিউ