ছাত্রদল নেতার নেতৃত্ব রামুতে ৩০ হাজার ইয়াবা লুট: টাকা ভাগাভাগির অডিও ভাইরাল
কক্সবাজারের রামুতে ৩০ হাজার ইয়াবা লুট এবং সেই ইয়াবা বিক্রির ২৮ লাখ টাকা বিএনপি ও ছাত্রদলের ২৩ নেতাকর্মীর মধ্যে ভাগাভাগির অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামুতে ৩০ হাজার ইয়াবা লুট এবং সেই ইয়াবা বিক্রির ২৮ লাখ টাকা বিএনপি ও ছাত্রদলের ২৩ নেতাকর্মীর মধ্যে ভাগাভাগির অভিযোগে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক অডিও রেকর্ডে দাবি করা হয়, রামু উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানাউল্লাহ সেলিমের নেতৃত্বে ইয়াবার চালানটি লুট করা হয়। অভিযোগ রয়েছে, লুট হওয়া ইয়াবা বিক্রি করে সেলিম নিজে একাই নিয়েছেন ১০ লাখ টাকা, আর বাকিদের মধ্যে ৮-১০ হাজার থেকে ২-৩ লাখ টাকা করে ভাগ হয়েছে।
অডিওগুলোতে স্পষ্ট শোনা যায়, ইয়াবা লুটের সময়ের আলাপ এবং পরে টাকা ভাগাভাগির আলোচনা। স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী এসব অডিও নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন। এতে করে দলীয় ভিতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় বিএনপি কর্মী গফুর উদ্দিন বলেন, মিয়ানমার থেকে আসা ইয়াবার চালানটি রাজারকুলের পাঞ্জেগানা এলাকায় লুট হয়। চালানটি আগে নেয়া হয় কাট্টাইল্যা পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে।
এদিকে ছাত্রদল আহ্বায়ক সানাউল্লাহ সেলিম অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে গফুর মেম্বার। আমি স্থানীয় বাজারের ইজারাদার মাত্র।” তিনি দাবি করেন, ইয়াবা লুটের ঘটনা ১৪ জুন ঘটেছে, তবে কে বা কারা করেছে তা তিনি জানেন না।
ঘটনাটির প্রতিক্রিয়ায় সাবেক বিএনপি সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান কাজল বলেন, “ঘটনার সাথে দলীয় কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হবে।”
রামু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাউসার আলম ইমু জানান, “সেলিম বিবাহিত হওয়ায় সে নিয়ম অনুযায়ী ছাত্র সংগঠনে থাকার যোগ্য নন। তার বিচার হওয়া উচিত।”
রামু থানা পুলিশের ওসি মো. তৈয়বুর রহমান বলেন, “ইয়াবা লুটের বিষয়ে শুনেছি, তবে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি।” এ ঘটনায় তৃণমূল বিএনপি ও ছাত্রদলের মধ্যে ক্ষোভ ও বিভক্তি আরও স্পষ্ট হয়ে উঠেছে। আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে এমন ঘটনায় দলীয় ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়েছে বলে মত বিশ্লেষকদের।
এবি/এসবিডাব্লিউ