‘বন্দর বাঁচাতে, করিডোর ঠেকাতে’—চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ এখন কুমিল্লায়, উত্তাল পথে পথে প্রতিবাদ

‘সাম্রাজ্যবাদী চক্রান্তে’ বাংলাদেশকে জড়ানোর অভিযোগে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করছে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামের একটি প্ল্যাটফর্ম

Jun 27, 2025 - 20:31
 0  2
‘বন্দর বাঁচাতে, করিডোর ঠেকাতে’—চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ এখন কুমিল্লায়, উত্তাল পথে পথে প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক: বিদেশি কোম্পানির কাছে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা হস্তান্তরের উদ্যোগ, রাখাইন রাজ্যে মানবিক করিডোর চালু এবং স্টারলিংক ইন্টারনেট সেবার মাধ্যমে ‘সাম্রাজ্যবাদী চক্রান্তে’ বাংলাদেশকে জড়ানোর অভিযোগে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ করছে ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামের একটি প্ল্যাটফর্ম।

শুক্রবার (২৭ জুন) বিকেল ৬টার দিকে রোড মার্চটি কুমিল্লায় পৌঁছায়। কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত হয় দিনশেষের সমাবেশ। ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে সকাল ১০টায় এই রোড মার্চের সূচনা হয়। উদ্বোধনের আগে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করেন। হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন সংগঠনের শত শত নেতাকর্মী মিছিলে যোগ দেন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। রাখাইনের করিডোর ও জাতীয় সম্পদ নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। জাতীয় স্বার্থবিরোধী সব গোপন চুক্তি প্রকাশ্যে আনতে হবে।”

প্রথম দিন নারায়ণগঞ্জ ও কুমিল্লার বিভিন্ন এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে ফেনীতে রাত্রিযাপন শেষে শনিবার সকালে মিরসরাই, সীতাকুণ্ড হয়ে চট্টগ্রাম বন্দরের সামনে সমাপ্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। রোড মার্চে সংহতি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ অর্ধশতাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন।

উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেন ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার নাসির উদ্দিন নসু, বাসদের বজলুর রশিদ ফিরোজ, জাসদের মুশতাক হোসেন, বাসদ (মার্ক্সবাদী)-এর মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির মোশরেফা মিশু, অধ্যাপক এম এম আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 রোড মার্চে সরাসরি উপস্থিত না থাকলেও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আনু মুহাম্মদ একাত্মতা প্রকাশ করেছেন বলে জানানো হয়। এই কর্মসূচিকে ঘিরে সারা পথজুড়ে তৈরি হয়েছে ব্যতিক্রমধর্মী গণপ্রতিরোধের আবহ, যা রাজনৈতিক ও সামাজিক পরিমণ্ডলে নতুন মাত্রা যোগ করেছে।

এবি/এসবিডাব্লিউ