অপ্রাপ্তবয়স্কসহ ১১ নারীর অভিযোগ, ধর্ষণে অভিযুক্ত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার! গায়ানায় তোলপাড়

ক্রিকেট দুনিয়ায় বড়সড় কেলেঙ্কারির গন্ধ! ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কসহ ১১ জন নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে।

Jun 27, 2025 - 20:08
 0
অপ্রাপ্তবয়স্কসহ ১১ নারীর অভিযোগ, ধর্ষণে অভিযুক্ত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার! গায়ানায় তোলপাড়

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট দুনিয়ায় বড়সড় কেলেঙ্কারির গন্ধ! ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলের এক তারকা ক্রিকেটারের বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্কসহ ১১ জন নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে। বিস্ফোরক এই দাবি করেছে গায়ানার স্থানীয় সংবাদপত্র কেটিউর স্পোর্টস।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ষণ, যৌন হেনস্তা ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে ওয়েস্ট ইন্ডিজের এক বর্তমান ক্রিকেটারের বিরুদ্ধে, যিনি দলের একজন “গুরুত্বপূর্ণ সদস্য” হিসেবে নিয়মিতই খেলছেন। অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ করা না হলেও নিশ্চিতভাবে জানানো হয়েছে, তিনি গায়ানার ভূমিপুত্র এবং গত বছর গাব্বায় ঐতিহাসিক টেস্ট জয়ে যুক্ত ছিলেন।

এমনকি চলমান অস্ট্রেলিয়া সফরেও দলের সঙ্গেই রয়েছেন তিনি। সংবাদপত্রটির দাবি, ভুক্তভোগীদের একজন অপ্রাপ্তবয়স্ক, যিনি সেই সময় চরম মানসিক যন্ত্রণা ভোগ করেছেন। কেউ কেউ আইনি পরামর্শ নিলেও মামলা করেননি।

অভিযুক্ত ক্রিকেটার অভিযোগগুলো ধামাচাপা দিতে নানাভাবে চেষ্টা চালিয়েছেন বলেও প্রতিবেদনে বলা হয়েছে। যদিও এখনো পর্যন্ত ভুক্তভোগীরা অফিসিয়ালি কোনো অভিযোগ দায়ের করেননি, কিন্তু ঘটনাগুলো প্রকাশ্যে আসার পর গায়ানার ক্রিকেটমহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (CWI) এ বিষয়ে এখনো পূর্ণ নীরবতা বজায় রেখেছে। তারা কোনো মন্তব্য করেনি বা তদন্ত শুরুর ঘোষণাও দেয়নি, যা আরও প্রশ্ন তুলে দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ক্রিকেটভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এই খবর। কেউ কেউ ক্রিকেট বোর্ডের নীরবতায় ক্ষোভ প্রকাশ করছেন, আবার অনেকে চাইছেন পূর্ণ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আনা হোক।

 ক্রিকেট তারকার পরিচয় এখনও অজানা, তবে গায়ানার জনগণের মাঝে শুরু হয়েছে জোর গুঞ্জন। এখন দেখার বিষয়, প্রমাণ-তথ্য ও আইনি প্রক্রিয়ার আলোকে কতদূর গড়ায় এই চাঞ্চল্যকর ঘটনা, আর কবে মুখ খুলবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

এবি/এসবিডাব্লিউ