ইরান-ইসরায়েল যুদ্ধে ফ্রান্সের সামরিক হস্তক্ষেপ, ভূপাতিত করে একাধিক ইরানি ড্রোন

ইরান-ইসরায়েল সংঘাতে ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের তথ্য প্রকাশ্যে এসেছে

Jun 26, 2025 - 19:42
Jun 26, 2025 - 22:31
 0  1
ইরান-ইসরায়েল যুদ্ধে ফ্রান্সের সামরিক হস্তক্ষেপ, ভূপাতিত করে একাধিক ইরানি ড্রোন
ছবিঃ সংগৃহিত

আন্তঃবাণী প্রতিবেদন: ইরান-ইসরায়েল সংঘাতে ফ্রান্সের সামরিক হস্তক্ষেপের তথ্য প্রকাশ্যে এসেছে। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু সম্প্রতি এক সংসদীয় বিতর্কে জানিয়েছেন, ইসরায়েলের দিকে যাওয়া ইরানি ড্রোনগুলো ভূপাতিত করেছে ফরাসি সেনাবাহিনী। খবর: দ্য টাইমস অব ইসরায়েল।

লেকর্নু বলেন, “আমি নিশ্চিত করতে পারি, গত কয়েক দিনে ফরাসি সেনাবাহিনী ইরানের পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানের সময় ইসরায়েলের দিকে আসা ১০টিরও বেশি ড্রোন আটক করেছে। সেগুলো হয় ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য প্রতিরক্ষা ব্যবস্থা কিংবা আমাদের রাফায়েল যুদ্ধবিমানের মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।” তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যে অবস্থানরত ফরাসি ঘাঁটি ও স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়।

যুদ্ধের সময় ওই ড্রোনগুলো ফরাসি স্থাপনার ওপর দিয়ে ইসরায়েলের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। এক্স-এ (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করে লেকর্নু লেখেন, “আমাদের সশস্ত্র বাহিনী ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেয়নি। আমরা কেবল আত্মরক্ষার জন্যই ব্যবস্থা নিয়েছি।”

আইডিএফ (ইসরায়েলি ডিফেন্স ফোর্স) জানায়, পুরো সংঘাত চলাকালে ইরান প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১,০০০ ড্রোন ইসরায়েলের দিকে নিক্ষেপ করে। ১২ দিনের টানা সংঘাতের পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়।

এখন উভয় পক্ষ সংঘাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাতে ফ্রান্সের সরাসরি সামরিক সম্পৃক্ততা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

এবি/এসবিডাব্লিউ