রাতের অন্ধকারে ডেকে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা! 

মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামে উমেদুল ইসলাম (৩০) নামের এক যুবককে গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা চালায় একই এলাকার শাফায়েত হোসেন (২৬)

Jun 15, 2025 - 18:51
Jun 15, 2025 - 19:30
 0
রাতের অন্ধকারে ডেকে নিয়ে গলা কেটে হত্যার চেষ্টা! 

আন্তঃবানী ডেস্ক:


আতঙ্কে মোড়ানো এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার জালশুকা গ্রামে। গভীর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবকের গলা কেটে হত্যার চেষ্টা।

অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৩০ বছর বয়সী উমেদুল ইসলাম। শনিবার দিবাগত মধ্যরাতে এই ভয়াবহ ঘটনা ঘটে জালশুকা গ্রামের উত্তরপাড়ার মাঠে। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শাফায়েত হোসেন (২৬) কৌশলে উমেদুলকে বাড়ির পাশ থেকে ডেকে নিয়ে যায় এবং নির্জন মাঠে নিয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে তার গলায় সজোরে আঘাত করে। গলা কেটে হত্যা করার আগমুহূর্তে কোনোমতে প্রাণ নিয়ে পালিয়ে যান উমেদুল। রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফিরে এসে পরিবারের সদস্য ও স্থানীয়দের ঘটনা জানান।
ঘটনার পরপরই তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক।
পুলিশ ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায়।

গাংনী থানার ওসি বাণী ইসরাইল জানান, “ঘটনাটি সত্য। আমরা অভিযুক্ত শাফায়েতকে ধরতে অভিযান চালাচ্ছি। থানায় মামলার প্রস্তুতিও চলছে।” গ্রামজুড়ে এখন আতঙ্ক আর চাঞ্চল্যের ছায়া। কী কারণে এই নির্মম হত্যাচেষ্টা, তা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তদন্ত শুরু করেছে পুলিশ।এর দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ।

এবি/এএ