বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ, থাকছে না আনুষ্ঠানিকতা

এ বছর ১০ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ মে। পরীক্ষায় ১৯ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।

Jul 9, 2025 - 21:21
Jul 9, 2025 - 21:37
 0
বৃহস্পতিবার এসএসসির ফল প্রকাশ, থাকছে না আনুষ্ঠানিকতা

আন্তঃবানী নিউজ ডেস্কঃ

২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই)। এবার কোনও আনুষ্ঠানিকতা ছাড়াই সরাসরি শিক্ষার্থীদের জন্য ফল প্রকাশ করা হবে।

বুধবার (৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক আলোচনায় শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার এ তথ্য জানান। তিনি বলেন, “দুই মাসেরও কম সময়ে সব বোর্ডের ফলাফল প্রস্তুত করা হয়েছে। এবার আনুষ্ঠানিকতা ছাড়াই ফল প্রকাশ করা হবে।”

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুপুর ২টা থেকে শিক্ষার্থীরা ইন্টারনেট ও টেলিটক মোবাইলের মাধ্যমে এসএমএস পাঠিয়ে নিজেদের ফল জানতে পারবে।

ফল প্রকাশ করবে ৯টি সাধারণ শিক্ষাবোর্ড, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড। প্রতিটি বোর্ড নিজ নিজ মাধ্যমে ফল প্রকাশ করবে।

এ বছর ১০ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ১৩ মে। পরীক্ষায় ১৯ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষা উপদেষ্টা বলেন, “শিক্ষার্থীদের ফল জানার সুবিধার্থে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুত সময়ে ফল প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা প্রস্তুতির জন্য সময় পাবে।”

ফলাফল জানতে শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং মোবাইল এসএমএস সেবার মাধ্যমে সহজেই জানতে পারবে।

এবি/এসএফ