গণমাধ্যমকে হুমকির ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের তীব্র নিন্দা

কারও কোনো প্রতিবেদনে অসন্তুষ্ট হলে আইনি পথে প্রতিকার নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু হুমকি বা ভয়ভীতি দেখিয়ে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করা যাবে না।’’

Jul 8, 2025 - 12:15
Jul 8, 2025 - 12:45
 0
গণমাধ্যমকে হুমকির ঘটনায় অনলাইন এডিটরস অ্যালায়েন্সের তীব্র নিন্দা

আন্তঃবানী নিউজ ডেস্ক:

গণমাধ্যম ও সাংবাদিক সমাজকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ জানিয়েছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স।

মঙ্গলবার (৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, ‘‘গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং গণতন্ত্রের অপরিহার্য অংশ। কারও কোনো প্রতিবেদনে অসন্তুষ্ট হলে আইনি পথে প্রতিকার নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু হুমকি বা ভয়ভীতি দেখিয়ে স্বাধীন সাংবাদিকতার পথ রুদ্ধ করা যাবে না।’’

তারা আরও বলেন, ‘‘স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্রের মূল ভিত্তি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর হুমকি-ভয় দেখানো সংবিধানপ্রদত্ত অধিকার লঙ্ঘনের শামিল, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’’

উল্লেখ্য, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার পক্ষ থেকে সম্প্রতি গণমাধ্যমের বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়, যা সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। 

এবি/ এসএফ