৪ বছর পরও আবারও চলচ্চিত্র নির্মাণে মীর সাব্বির
২০২১ সালের ৩১ ডিসেম্বর মুক্তি পায় মীর সাব্বির পরিচালিত সিনেমা রাত জাগা ফুল। সাড়া জাগানো সেই সিনেমার ৪ বছর পর আবারও সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা ও পরিচালক।
বিনোদন ডেস্কঃ
বিগত চলচ্চিত্রটি সরকারি অনুদানে নির্মিত হলেও এবার মীর সাব্বির কোন রকম অনুদান ছাড়াই নির্মাণ করছেন তার পরবর্তী চলচ্চিত্র। তার এবারের চলচ্চিত্রের নাম ''কুটু''। গ্রামীন প্রেক্ষাপটের এই চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন মীর সাব্বির। সরেজমিনে জানা যায় চলচ্চিত্রের গান ইতিমধ্যে রেকর্ডিং শেষ হয়ে গেছে। সব কিছু ঠিক থাকলে খুব শীঘ্রই শ্যুটিং শুরু করবেন।
চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন মীর সাব্বির, অন্যান্য চরিত্রে কারা থাকছেন তা এখনও জানান নিই তিনি।
রাত জাগা ফুল চলচ্চিত্রটিতে পরিচালক হিসেবে প্রশংসার পাশাপাশি সেরা অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন মীর সাব্বির।
এবি/এএফ