প্রেম ও ক্ষমতার গল্প লিডার
আজ ফিল্ম ফ্যাক্টরি চ্যানেলে মুক্তি পেলো সম্রাট জাহাঙ্গীর পরিচালিত নাটক লিডার

বিনোদন ডেস্কঃ
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে লিডারের প্রোমো মুক্তির পর পরই নাটকটি নিয়ে সাড়া ফেলে নেটিজেনদের মাঝে।
নাটকটিতে অভিনয় করেছেন হালের সেনসেশন মীর রাব্বি, সালাউদ্দিন লাভলু ও তাসনুভা তিশা। যেখানে প্রেম ও ক্ষমতার অন্তকোলাহল ফুটে উঠেছে নিবির ভাবে। গল্পে দেখা যায় স্থানীয় পতিতার প্রেমে হাবুডুবু খায় একজন প্রভাবশালী নেতার ক্যাডার। যার চাল চুলো কিছু নেই। কিন্তু পতিতার প্রেমে পড়েও শান্তিতে থাকতে পারে না ছিন্নমূল ক্যাডার মীর রাব্বি।
নাটকটি পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও করেছেন সম্রাট জাহাঙ্গীর, এছাড়া দৃশ্য ধারণ করেছেন এমাদ ইমরান ও সঙ্গীত পরিচালনার দ্বায়িত্বে ছিলেন জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ান প্রত্যয় খান।