তানজিন তুহিনের মা আর নেই
জনপ্রিয় ব্যান্ডসংগীতশিল্পী তানজির তুহিনের মা লেখক ও শিক্ষক আকন্দ সামসুন নাহার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। আজ শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

বিনোদন ডেস্কঃ
বাদ জোহর উত্তরায় প্রথম জানাজা শেষে লাশ নেওয়া হচ্ছে চট্টগ্রামের মিরসরাইয়ে। বাদ এশা দ্বিতীয় জানাজা শেষে তুহিনের বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
আকন্দ সামসুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক পাস করেন। পরে রাষ্ট্রবিজ্ঞান ও শিক্ষা ব্যবস্থাপনার ওপরও স্নাতকোত্তর শেষ করেন। এরপর তিনি ভারতের কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ সময় সরকারি কলেজে অধ্যাপনা করেছেন। কাজ করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে। তিনি বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, বাংলাদেশ অবসরপ্রাপ্ত কর্মচারী কল্যাণ সমিতি এবং ত্রৈমাসিক পত্রিকা ‘বনলতা’র আজীবন সদস্য ছিলেন।
তাঁর লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘সাগর সঙ্গমে’, ‘অন্তরালে’, ‘বাতিঘর’, ‘আকাশে পাখির মালা’, ‘গল্পলোকের ঝুড়ি’, ‘যূথবদ্ধ’, ‘এষণা’, ‘ছোটদের সিন্দাবাদের সমুদ্রযাত্রা।
এবি/এএফ