এসেছে স্কুইড গেমের ৩য় কিস্তি

২০২১ সালে প্রথম কিস্তি মুক্তির পরই ইন্টারনেটে রাতারাতি আলোড়ন সৃষ্টি করে নেটফ্লিক্স নির্মিত দক্ষিণ কোরিয়ান সিরিজ স্কুইড গেইম। আজ মুক্তি পেলো স্কুইড গেমের ৩য় কিস্তি। পূর্বের ন্যায় এবারও সাড়া ফেলেছে হং দং হিউকের লেখা এই সিরিজটি।

Jun 27, 2025 - 19:49
 0  2
এসেছে স্কুইড গেমের ৩য় কিস্তি

বিনোদন ডেস্কঃ 

ব্যাটল রয়্যাল ঘরানার এই সিরিজটি শুরু করা পরিচালকের জন্যে সহজ ছিলো না। দীর্ঘ ১ দশকেরও বেশি সময় তিনি ঘুরে বেড়িয়েছিলেন প্রযোজক ও টেলিভিশন চ্যানেলের দারে দারে। কিন্তু কেউই আগ্রহ দেখায় নিই। কিন্তু নেটফ্লিক্স সিরিজটির গল্প লুফে নিয়ে সেই সব প্রযোজকদের যেনো জানিয়ে দিয়েছিলো যে তাঁরা সবাই কি ভুলটাই না করেছে। 

ঋণজর্জরিত সিয়ং গি-হুনকে ঘিরে এগিয়েছে সিরিজের গল্প। মোটা অঙ্কের নগদ পুরস্কারের লোভে যিনি ভয়ংকর শিশুতোষ খেলায় অংশ নেন। বিষয়গত দিক থেকে ‘প্যারাসাইট’ ও ‘স্কুইড গেম’-এর মিল আছে। আর এই সাদৃশ্য নেহাত কাকতালীয়ও নয়। দক্ষিণ কোরিয়ায় ধনী ও দরিদ্রদের মধ্যে যে পাহাড়সমান অর্থনৈতিক বৈষম্য, পরিচালকদের বারবার প্রেরণা জুগিয়েছে, সেই জ্বলন্ত বাস্তব। তবে এই সোশ্যাল স্যাটায়ারের কেন্দ্রে রয়েছে দক্ষিণ কোরিয়ার শিশুদের কয়েকটি খেলা। ঋণে জর্জরিত বিভিন্ন শ্রেণির মানুষ বিরাট অঙ্কের অর্থ-পুরস্কার জেতার লোভে অংশ নেয় একটি রহস্যজনক খেলায়, যেখানে প্রতি পদে মৃত্যুর হাতছানি। খেলাগুলোর বেশ কয়েকটি বিশ্বের যেকোনো প্রান্তের দেশেই ছোটবেলায় খেলা হয়। তাই এই শো যতটা দক্ষিণ কোরীয়, ততটাই বিশ্বজনীন। বিনোদনের আড়ালে সিরিজটি দিয়ে পুঁজিবাদকে একহাত নিয়েছেন নির্মাতা।

এবি/এএফ